বাফুফেকে ফিফার হুমকি!

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোচ এমেকার বেতন পরিশোধ না করায় মোহামেডানের তিন পয়েন্ট কাটার নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু তাতে সময়ক্ষেপণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কে কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

২০১২-১৩ মৌসুমে মোহামেডানের কোচ ছিলেন নাইজেরিয়ার এমেকা ইউজিগো। বেতন না পাওয়ায় ফিফার কাছে আবেদন করেন তিনি। ২০১৫ সালে ২০ হাজার ডলার তাকে দেওয়ার নির্দেশ আসে। ৫ শতাংশ সুদে সেই অঙ্কটা বেড়ে এখন ২২ হাজার ডলার হয়েছে।

গত ১৮ নভেম্বর ফিফাকে চিঠি পাঠায় বাফুফে। সেখানে পাওনা পরিশোধের জন্য বাড়তি এক মাস সময় চাওয়া হয়। পয়েন্ট কাটার বিষয়টিও পূনর্বিবেচনার কথা বলা হয় চিঠিতে। কিন্তু ফিফা বাফুফের আবেদনে সাড়া দেয়নি। উল্টো নির্দেশ না মানলে বাফুফের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে।

৩০ অক্টোবর চিঠিতে ফিফা বলেছে, মোহামেডানের পয়েন্ট থেকে ৩ পয়েন্ট অবশ্যই কেটে নিতে হবে। একই সঙ্গে নাইজেরিয়ান এই কোচের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।