বানারীপাড়া-উজিরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের সহযোগীতায় সান্টুর ১০ লাখ টাকা

:
: ৪ years ago
এস সরফুদ্দিন আহমেদ সান্টু

বানারীপাড়া প্রতিনিধি॥ বিশ্বব্যপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নোভেল কোভিড-১৯
করোনা ভাইরাস পৃথিবীর ২শত’র অধিক দেশে তান্ডব চালানোর
ধারাবহিকতায় আজ বাংলাদেশকেও তাড়িয়ে বেড়াচ্ছে। দেশের
বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। অনেকে আক্রান্ত
হয়েছেন আবার অনেকে এই ভাইরাসের ছোবলে প্রান হারাচ্ছেন,
দেশের এমন দূর্যোগ মোকাবেলায় সরকারী ভাবে আবার ব্যাক্তি
উদ্যোগেও অনেকেই অসহায় দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত সাময়িক
র্কমহীন হয়ে পরা মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পন্য
সামগ্রী বিতরন করে মহানুভবতার পরিচয় দিয়েছেন।

দেশের এমন
পরিস্থিতিতে দানবীর খ্যাত কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির
অন্যতম সদস্য জনবান্ধব নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার
নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়ায় বিএনপির
নেতাকর্মীদের মাধ্যমে ১০ লাখ টাকা প্রদান করেছেন। জানা
গেছে প্রদানকৃত ওই অর্থ দিয়ে বিএনপি নেতা কর্মীরা
কর্মহীন হয়ে পরা অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে কখনও খাদ্য ও পন্য
সামগ্রী সহ নগদ অর্থও পৌছে দিচ্ছেন মানুষের মাঝে। এ
বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ
মৃধা জানান, বরিশাল জেলা বিএনপির সহ সভাপতি ও
বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট দানবীর
সমাজসেবী বানারীপাড়া উজিরপুর বিএনপির দুর্দিনের একমাত্র
কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রদান কৃত অর্থ
সহায়তা উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে
সুষ্ঠু ভাবে বন্টন করা হচ্ছে।

এ ছাড়াও তিনি আরও জানান, আগত রমজান মাস উপলক্ষে মহান নেতা এস সরফুদ্দিন সান্টুর পক্ষ থেকে উপজেলার সামর্থহীন মানুষের মাঝে আরও নগদ অর্থ যা দিয়ে মানুষ সেহরী ও ইফতারী সামগ্রী ক্রয় করতে পারেন তার ব্যবস্থা করা হবে।