প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৪:২০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ৬ কেজি গাঁজাসহ সেই রাজু ডিবির জালে
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৫ং ওয়ার্ডের কচুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের ছেলে রাজু (৩৫) ৬ কেজি গাঁজাসহ বরিশাল ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে রাজুর নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওইদিন সন্ধ্যায় তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করে ডিবির এসআই বেলায়েত হোসেন বাদী মাদক নিয়ন্ত্রন আইনে রাজুকে আসামী করে মামলা দায়ের করেণ। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, মামলাটি ডিবি তদন্ত করবেন।
আসামী রাজুকে তারা তাদের হেফাজতে নিয়ে গেছেন। উল্লেখ্য রাজু এর আগেও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জেলও খেটেছেন।
সেখান থেকে বের হয়ে কয়েক বছর আগে বানারীপাড়া থানা পুলিশের কাছে আত্মসমর্পনও করেছিলেন। তবে মাদক ব্যবসা সে কোন সময়ই ছাড়তে পারেনি বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com