দীর্ঘ দিন পদ শূণ্য থাকার পরে বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হিসেবে বকুল চন্দ্র কবিরাজ যোগদান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাসের পরে বিসিএস’র ৩৩তম ব্যাচের বকুল চন্দ্র কবিরাজ ভোলার লালমোহন সহ বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে সততা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করে সুনাম কুড়িয়েছেন।
গত ২৭ মার্চ তিনি বানারীপাড়ায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বানারীপাড়া উপজেলায় দীর্ঘ ৬৩ বছর ধরে জরিপ না হওয়ায় ভূমি সংক্রান্ত জটিলতা প্রকট রূপ ধারণ করেছে।
এছাড়া সহকারী কমিশনার(ভূমি) পদটিও দীর্ঘদিন শূণ্য থাকায় ভূমি অফিসের কার্যক্রমে মন্থর গতির সৃষ্টি হয়। মেধাবী ও তারণ্যদীপ্ত বকুল চন্দ্র কবিরাজ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করায় মাত্র এক সপ্তাহে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা ফিরে এসেছে। তিনি গুরুত্বপূর্ণ এ দপ্তরের কার্যক্রম সঠিক ও সুচারুভাবে সম্পাদনের জন্য সাংবাদিক সহ স্থাণীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।