বানারীপাড়ায় এমপি ইউনুস’র শীতবস্ত্র বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বানারীপাড়ায় বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস শীতার্ত অশোহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন। তিনি বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও থানার অফিসার ইনচার্য মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ওলামা লীগের সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুবকার সিদ্দিক, ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা অয়ন সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত, উদয়কাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, প্রেস ক্লাব সম্পাদক কাওসার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান শিকদার প্রমূখ।