বানারীপাড়ায় এক অসহায় পরিবার শত বছর পরে ফিরে পেলেন পৈত্রিক ভিটে

লেখক:
প্রকাশ: ৪ years ago

বানারীপাড়ায় এক অসহায় পরিবার শত বছর পরে ফিরে পেলেন পৈত্রিক ভিটে।জানাগেছে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের বড় করফাকর গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদার গং ও মহব্বত আলী হাওলাদার গং প্রায় এক শত বছর পুর্ব থেকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন।

তাদের একই বংশের মৃত কারী আঃ গফুরের ওয়ারিশ আঃ সালাম,সালেক,নুরম্নল ইসলাম,ইউনুস হাওলাদার,আবুল হাওলাদার ও সাসুম হাওলাদার অবৈধ ভাবে ওই সম্পত্তি ভোগ দখল করে আসছিল।

গতকাল ২ জুন এলাকাবাসীর সহযোগিতায় আমিন দিয়ে ওই সম্পত্তির যার খতিয়ান নং ১৩২, দাগ নং ১৬২,১৬৩ ও খতিয়ান নং ১৩৪,দাগ নং ১৬৪ থেকে ১৬৯ সম্পত্তির ওয়ারিশ অনুযায়ী মাপ নির্নয়ে পিলার দিয়ে বুঝে নেন।এছাড়া বাড়ীর সম্পত্তি থেকে আমজাদ আলী গংরা একটি ঘর তুলে বসবাস শুরম্ন করলে ওই ঘর পুড়িয়ে দেয়া সহ বিভিন্ন ধরনের হুমকি আসছে বলেও জানায়।

এদিকে এলাকাবাসী জানান পৈত্রিক সম্পত্তি বঞ্চিত ওই পরিবারের লোকজন ভিÿাবিত্তি দিয়ে জীবন চালান।তাদের হক বঞ্চিত করে যারা ভোগ করেছেন তাদের বিচার হওয়া উচিৎ।