বানারীপাড়ায় আশিকুল ইসলাম আজাদের ত্রান ও ইফতার সামগ্রী বিতরন।।

লেখক:
প্রকাশ: ৪ years ago

মাইদুল ইসলাম সফিক, বানারীপাড়া :করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করায় দুইশতাধিক দেশ অচল হয়ে পড়েছে।বাংলাদেশ ও মহামারী এই করোনা ভাইরাসের আঘাত থেকে রক্ষা পায়নি।বাংলাদেশে দীর্ঘদিন অঘোষিত লকডাউন থাকায় দিনমজুর মানুষের খাদ্যের অভাব দেখা দিয়েছে চরমে।মানুষ আজ কর্মহীন হয়ে অলস ঘরে সময় কাটানোর কারনে নিত্যদিনের আহারটুকু সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে।

এমন দূর্যোগকালীন সরকারি ও বেসরকারি সাহায্যের পাশাপাশি (সিআইপি) আশিকুল ইসলামের আজাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ত্রান ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে আমি পূর্বে ও ছিলাম এবং ভবিষ্যতে ও থাকব বলে জানান (সিআপি) আশিকুল ইসলাম আজাদ।উল্লেখ্য তিনি বাংলাদেশে করোনা ভাইরাস আঘাত হানার শুরু লগ্ন থেকেই অসহায় মানুষদের ত্রান মাঝে সামগ্রী বিতরন ও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন।