বানারীপাড়ায় অবৈধ যানবাহনের বেপরোয়া দৌড়াত্বে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

:
: ৪ years ago

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া॥বানারীপাড়ার সড়কের ওলিতে-গলিতে অবৈধ যানবাহনের বেপরোয়া দৌড়াত্বে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্থ হচ্ছে পথচারী সহ ব্যাক্তি মালিকানাধীন বাহন গুলো। অবৈধ এসব ব্যাটারি চালিত বাহন প্রতিনিয়ত সার্বক্ষনিক মাকোরসার জালের মত বন্দর বাজারের প্রধান প্রধান সড়ক গুলোয়
অবস্থান করায় বিপাকে পরতে হচ্ছে জরুরী সেবা/কাজে যাওয়া ব্যাক্তি /প্রতিষ্ঠানের। উদাহরন স্বরুপ বলা যেতে পারে বানারীপাড়া থানার পিকআপ গাড়িটি যেকোন জরুরী কাজে থানা থেকে বের হতে বা থানার ভেতরে যেতে রিক্সা ষ্ট্যান্ড এর ১ মিনিটের পথ পারিদিতে সময় লাগে ১০/১২ মিনিট। ব্যাঙের ছাতার মত রাতারাতি গড়ে ওঠা এসব অটোরিক্সা, বৌ গাড়ি, ইজিবাইক, অটো ভ্যান গুলো নিয়ে বিমান গতির মত ভাব নিয়ে ব্যস্ত সড়কে দাপুটে বেড়াচ্ছে শিশু ড্রাইভার থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত।

এদের অনেকরই এ বাহন চালনায় কোন পূর্ব
অভিজ্ঞতা নেই। আর এ কারনেই নিয়ন্ত্রনহীন এসব বাহন গুলো ব্যাস্ত রাস্তার
মাঝে হুট করে থেমে থাকে আবার হেলিয়ে-দুলিয়ে ওভারটেকিং করে রাস্তার
পথচারীদের মাঝে আতংক সৃষ্টি করছে। এ ছাড়াও রয়েছে বহু অনিয়মের ভান্ডার যা
প্রতক্ষ করছে এলাকাবাসী। এসব বাহনের কারনে জানজট এখন নিত্যসঙ্গী হয়েছে
পৌরবাসীদের। তাদের এমন বেপরোয়া গতির কারনে অহরহ ঘটছে দুর্ঘটনা, কখনো
মোটরবাইকের পেছনে ধাক্কা দেয়া, আবার গতি রোধ করতে না পেরে একে অন্যের
বাহনে ধাক্কা লাগানো আর এতেই ঘটছে দুর্ঘটনা। আরও বিস্তারিত তথ্য উপাত্ত
নিয়ে আসছি পরবর্তি সংবাদে।