ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। তিনি ঈদের জন্য নির্মিত বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’ এ অভিনয় করছেন। এই নাটকে শুটিং করতে গিয়ে আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে বানরের কামড়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে জাগো নিউজকে তমা মির্জা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় শুটিং করছিলাম বানর নিয়ে। তখন বানর নিয়ে খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়। এতে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে।’
শারীরিক অবস্থা জানিয়ে তমা মির্জা বলেন, ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন।
এ ঘটনার পর সাময়িকভাবে বন্ধ ছিল দৃশ্যধারণের কাজ। তমা মির্জাকে ডাক্তার দেখানোর পর পুনরায় শুরু হয়েছে শুটিং। এ অভিনেত্রীও কিছুটা বিশ্রাম নিয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com