সোহেল আহমেদ: ব্যাগভর্তি বইয়ের বোঝা আর স্কুল শিক্ষকদের কচিং বানিজ্যে যখন নাকাল অভিবাভক। অসহায় কমলমতি শিক্ষার্থীরা। পড়াশুনার যে চাপ এসএসসি'তে তা এখন পড়ছে জেএসসিতে। যে কারোণে সচেতন মহল থেকে বার বার প্রশ্ন ওঠে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার যুক্তিকতা নিয়ে। তার মধ্যে আবার সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে দারুণ ক্ষতিগ্রস্থ অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা। জেএসসি পরীক্ষা চালু হবার পর থেকে বিগত বছর গুলোতে সচেতন বাবা মা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা ও শৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আসলেও প্রকৃত পক্ষে এটি বাতিল হচ্ছেনা বলে একটি সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
সুত্রমতে,শিক্ষামন্ত্রনালয় জেএসসি পরীক্ষা পদ্ধতিতে দারুণ পরিবর্তনের আভাস দিয়েছে। অভিভাবক ও কমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষায় বিষয় কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে। বর্তমানে শিক্ষার্থীরা মোট ১০ টি বিষয়ে পরীক্ষা দিচ্ছে। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তিন বিষয় কমিয়ে তা ৭ বিষয়ে পরীক্ষা নেয়া হবে। যার মোট নম্বর হবে ৬৫০। এর মধ্যে বাংলা প্রথম ও ২য় পত্র মিলিয়ে ১০০নম্বরের,ইংরেজি প্রথম ও ২ য় পত্র মিলে ১০০ নম্বরে পরীক্ষা হবে। এছাড়াও গনিত,বিজ্ঞান,সমাজ,ধর্ম বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগ প্রুযুক্তির নম্বর হবে ৫০।ৎ
আগের কর্ম ও জীবনমুখী শিক্ষা,শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা সহ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে স্কুলগুলোতে। সংশ্লিষ্টদের প্রত্যাশা জেএসসি পরীক্ষায় বিষয় কমে গেলে শিক্ষার্থীদের উপর আর বাড়তি প্রেসার পড়বে না। সাজসন্দে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে।
গত সাত বছর যাবত জেএসসি পরীক্ষা চালু রয়েছে। প্রথম দিকে মোট ১৩ বিষয়ের পরীক্ষা হলেও প্রথমে তা কমিয়ে ১০ টিতে রাখা হয়। তারপরও প্রত্যাশীত ফলাফল না আসা এবং অভিবাভকদের অভিযোগের কথা বিবেচনা করে চলতি মাসেই সাত বিষয়ের পরীক্ষা নেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com