বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান চৌধুরী বলেন, গলা ব্যাথা, কাশি থাকায় বাণিজ্যমন্ত্রী এবং উনার পুরো পরিবার এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) পরীক্ষা করান। পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও মন্ত্রীর ফলাফল পজেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থই আছেন। কাশি ও গলাব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগেও কাশি থাকায় বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন।
টিপু মুনশি তৃতীয় মন্ত্রী, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯ জন সংসদ সদস্যও আক্রান্ত। সংসদ সদস্যদের মধ্যে সর্বশেষ আক্রান্ত দুজন হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। আক্রান্ত অন্য সংসদ সদস্যরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী, নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান (এখন সুস্থ হয়েছেন)। এছাড়া আক্রান্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন। ১৪ জুন করোনায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com