পাপ্পু সাহা,দাকোপ,খুলনাঃ খুলনা জেলাধীন দাকোপের বাজুয়া দাসপাড়া নিবাসী শেখর মন্ডলের কন্যা প্রিয়া দাস (১২), ২১তারিখ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় শেখর মন্ডলের নিজ বাস ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে।
সরেজমিনে গিয়ে জানাযায় প্রিয়া দাস বাজুয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী, তবে এ অপমৃত্যুর কারন জান্তে চাইলে এলারবাসির পক্ষ থেকে প্রাথমিক ভাবে তেমন কোন তথ্য পাওয়াজায়নি, প্রিয়া দাসের মা শিখা দাস কান্নাভরা কন্ঠে বলেন আমার মেয়ে প্রিয়া দাস আগেও একবার এধরনের ঘটনা ঘটিয়ে ছিলো আমরা টেরপেয়ে তাৎক্ষনিক প্রিয়াকে প্রানে বাচিয়ে ছিলাম আজ আমি বাহিরে থাকার কারনে এ দুর্ঘটনার শিকার হয়েছি। মৃত্যুের সংবাদে এলাকার মানুষ শেখর মন্ডল এর বাড়িতে ছুটেএসে ভীড়জমায়, মৃত্যুের সংবাদে ঘটনাস্থলে NPS মানবাধিকার কর্মিদের নিয়ে উপস্থিত হয়ে মৃত্যুের সত্যতা নিশ্চিত হয়ে দাকোপ থানা পুলিশ প্রশাসন কে আবহিত করেন।
এব্যাপারে পরিবারের পক্ষ থেকে দাকোপ থানায় একটি ডায়রী হয়ছে। সাব ইন্সপেক্টর পলাশ কান্তি দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৬\২১-৫-২০১৯। আত্মহত্যার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্তর পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে যানা যায়।