চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে শেষ করেছে বাংলাদেশ। তাতে শঙ্কা জাগে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। তবে শঙ্কার কিছু নেই, চব্বিশে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানও সরাসরি অংশ নেবে।
রোববার (৬ নভেম্বর) রাতে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইসএপিএন ক্রিকইনফোও বিষয়টি নিশ্চিত করেছে।
চব্বিশে বিশ্বকাপ হবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি খেলবে। এ ছাড়া চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ান ও গ্রুপ টুর সেরা আট দল খেলবে সরাসরি। আর র্যাংকিং থেকে খেলবে দুই দল।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। আর আফগানিস্তানের দশম স্থান। র্যাংকিং থেকে এই দুই দল খেলবে সরাসরি। আর সুপার টুয়েলভের দলগুলো হলো— ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ তাদের সেরাটা খেলতে পারেনি। দুটি জয় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। ভারতের বিপক্ষে লড়াই করলেও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তা পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com