বিতর্ককে তিনি সঙ্গে নিয়ে ঘোরেন। যেখানেই তিনি মুখ খোলেন, সেখানেই তার মন্তব্য ঘিরে বিতর্ক হয়। সেই নিয়মের ব্যতিক্রম হয়নি মঙ্গলবারও।
ভারতের সিউড়িতে দলের এক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানেই বক্তব্য দিতে গিয়ে বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।
রাজ্য রাজনীতিতে কেষ্ট নামে পরিচিত তৃণমূলের এই দাপুটে নেতা বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে ‘আদর’ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে ছোট বোনের মতো তিনি বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রীকে ‘আদর’ করতে চান।
প্রসঙ্গত, রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে বীরভূম গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়৷ সেখানে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দাগেন। সম্প্রতি বীরভূমে ধর্ষণের শিকার এক নাবালিকার মৃত্যু হয়। ওই ঘটনায় অনুব্রত তথা শাসক দলের নীরবতা নিয়েই প্রশ্ন তোলেন লকেট। হুঁশিয়ারি দিয়ে তিনি অনুব্রতর কানে তালা দিয়ে চাবি পুকুরে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। আর এই কাজ নারীরাই করবে বলেও তিনি জানিয়েছিলেন।
মঙ্গলবার অনুব্রত মণ্ডল সেই প্রসঙ্গেই তোপ দেগেছেন। অনুব্রত জানান, একটা নারী, তিনি নাকি বলেছেন, অনুব্রতকে নারী দিয়ে মারা হবে। নাম না করলেও বিজেপির নারী মোর্চার সভানেত্রীকে উদ্দেশ্য করেই এরপর কেষ্ট মণ্ডল বলেন, ‘বাচ্চা মেয়ে। বুদ্ধিশুদ্ধি নেই। ছোট বোনের মতো আদর করে দেব। আর কিছু বলব না।’ তবে তিনি যে বিজেপি বা লকেটকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ, তা-ও নিজের বক্তব্যে জানাতে ভোলেননি বীরভূমের দাপুটে নেতা।
অনুব্রত বলেন, বোকা মেয়ে হলে তারা অনেক কিছু ভুলভাল বলে ফেলে। দোষ নেই। অল্প বয়স। বয়স হয়নি, কথা জানে না।
অন্যদিকে, লকেটও অনুব্রতর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। আর এই ধরনের প্রতিক্রিয়া দিতেও তার রুচিতে বাধে বলে এদিন জানিয়েছেন বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী। তবে তিনি জানিয়েছেন, এই ধরনের কথা আবার বললে জবাব বাংলার মানুষই দিয়ে দেবে।