বাকেরগঞ্জ সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম সুষ্ঠু সমাজ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদের ভুমিকার গুরুত্ব অনুধাবন করে বরিশাল রেঞ্জে যোগদানের সাথে সাথেই রেঞ্জের ৬ টি জেলার স্কুল,কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করেন।

তারই অংশ হিসেবে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের ভূমিকা শীর্ষক এক মতবনিময় সভা রবিবার বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সরকারি বাকেরগঞ্জ কলেজের স্টুডেন্ট পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম বিপিএম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির মহা-সচিব (ইপিবিএ) এ ছাড়াও বাকেরগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রী, কলেজ শাখার ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ উপস্হিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সার্বিক সহযোগিতায় ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আ জা ম মাসুদুজ্জামান ও থানার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।