শাওন অরন্য::কথা রেখেছেন বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়া। অসহায় কর্মহীন ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন দিয়েছেন রমজান মাসের সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী।
২৪ শে এপ্রিল শুক্রবার বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সভাপতি আবুল কালাম ডাকুয়ার নেতৃত্বে বিকাল ৫ টায় সামাজিক দুরুত্বর কথা মাথা রেখে ৩ ফুট দূরত্ব বজায় রেখে সারি বেঁধে তিন শতাধিক অসহায় কর্মহীন মানুষদের মাঝে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয় জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়া বলেন, পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, দেশে করোনা পরিস্থিতির জন্য মানুষ জন কর্মহীন হয়ে আছে। আমার শ্রমিক ভাইদের ঘরে খবার নেই। গরীব অসহায় কর্মহীন যারা আছেন তাদের ঘরেও খাবার নেই। এই রমজান মাসে তারা না খেয়ে রোজা রাখবে তাদের এই কষ্ট আমি মেনে নিতে পারনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com