বাকেরগঞ্জের দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধনের নামে কমলমতি ছাত্র ছাত্রীদের লিলিয়ে দিয়ে বসত বাড়িতে ব্যপক লুটপাট ও নারী শিশুদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে বিদ্যালয়ের সামনে। অদ্য ১০ই এপ্রিল রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে মানববন্ধন করে স্কুল কতৃপক্ষ ও কমিটির সদস্যরা।
মানববন্ধনে বক্তরা দাবী করেন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘ ৭০ বছর ধরে অসংখ্য ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করে আসছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে অনেক ছাত্র-ছাত্রী দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এক বছর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অত্র বিদ্যালয়ে একটি চার তলা ভবন অনুমোদন করে। কিন্তু বিদ্যালয়ের জমি নয়ন গাজীরা দখল করে রাখায় বিদ্যালয়টির নতুন ভবনের নির্মাণ কাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে এক পর্যায় ছাত্র ছাত্রীদের লিলিয়ে দিয়ে কতৃপক্ষ নয়নগাজীর বসত বাড়িতে হামলা লুটপাট ও নারী শিশু নির্যাতন করেন।
এ বিষয় নয়ন গাজীর পরিবারের পক্ষ থেকে জানান অপরিকল্পিত ভাবে অল্প কিছু জমিকে পুঁজি করে বিদ্যালয়টি নির্মানের পর থেকে নানা সুতায় বিদ্যালয় কতৃপক্ষ বছর বছর উন্নয়নের নামে আমাদের পূর্ব পুরুষদের ভোগ দখলয়ীয় জমিতে অগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে মানবিক বিবেচনায় অনেক জমি ছাড় দেওয়া হলেও বর্তমানে বসত বাড়ি দখল করে স্কুলের নামে আমাদের উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছেন স্কুলের হেড মাষ্টার সহ স্থানীয় প্রভাবশালী একটা চক্র। এ বিষয় বৈধ কোনো পন্থা খুঁজে না পেয় এক পর্যায় কমলমতি শিশুদের লিলিয়ে দিয়ে কতৃপক্ষ মানববন্ধনের নামে আমাদের উচ্ছেদ করতে বসত বাড়িতে হামলা লুটপাট ও নারী শিশুর উপর অমানবিক নির্যাতন চালিয়ে লক্ষ লক্ষ টাকার অপূরনীয় ক্ষতি সাধন করেন। এ বিষয় এলাকার সচেতন মহলের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এই নেক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেবার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com