বাকেরগঞ্জে র‌্যাব-৮ এর অভিযানে ৩২,৪৩৯ হাজার পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

মাদকাসক্তি একটি বহুমাতিৃক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত
হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্র। যে যুব সমাজ দেশ ও
জাতির আগামী দিনের চালিকা শক্তি, তাদের একটি অংশ মাদকাশক্তির কবলে পড়ে নানা
ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র‌্যাব এই পর্যন্ত বিপুল পরিমাণ দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ
জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৪
সেপ্টেম্বর ২০১৮ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় একটি মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে,
বরিশাল জেলার অর্ন্তগত বাকেরগঞ্জ থানাধীন লেবুখালী ফেরিঘাট এর উত্তর পাড় এলাকায়
কিছু লোক মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮
এর বিশেষ আভিযানিক দল গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকার
সময় ঐ স্থানে অভিযান করে (১) রাবেয়া বেগম (৩২), স্বামীঃ মোঃ সালাউদ্দিন, পিতাঃ
মৃতঃ মোঃ ওবায়দুল্লাহ, সাং- হালিমাবাদ, থানাঃ চরফ্যাশন, জেলাঃ ভোলা (২) মোঃ
ইব্রাহিম(২০), পিতাঃ মোঃ আঃ আজিজ, সাং-কতুপালং (৯নং ওয়ার্ড), থানাঃ উখিয়া,
জেলাঃ কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারন এর
উপস্থিতিতে ধৃত আসামীদের সাথে থাকা কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর তল্লাশী করে
(১) ৩২,৪৩৯ হাজার পিচ ইয়াবা (২) ০৩টি মোবাইল সেট (৩) ০৪টি সীম কার্ড
(৪) মাদক বিক্রিত নগদ টাকা ১০,৩৭০/- উদ্ধার করা হয়।

উল্লেখ্য, র‌্যাবের নিজস্ব গোয়েন্দা মারফত তথ্য ছিল যে, ধৃত আসামীরা বিগত ৪-
৫ বছর যাবত মাদক ব্যবসা করে আসছে। তারা দেশের বাহির থেকে মাদক এর চালান ক্রয় করে
কক্সবাজার, চট্টগ্রাম, বেনাপোল, যশোর, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল,
ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী, এবং ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা
মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
৪। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।