বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের হলতা শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষিতা সোনিয়া আক্তার (১৩) আত্মহননে প্ররোচনাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
এর আগে গত ২৭ ডিসেম্বর চরাদির হলতা গ্রামে কিশোরী সোনিয়াকে ধর্ষণ করে স্থানীয় আসাদ খান। এ ঘটনায় রাগে ক্ষোভে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় সোনিয়া। শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ৫দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোনিয়ার মৃত্যু হয়। ২ জানুয়ারী সোনিয়ার মা শিউলি বেগম ৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত একজন আসামীও গ্রেফতার করতে পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com