ঠিকানা হারিয়ে পুলিশের আশ্রয়ে থাকা বাকপ্রতিবন্ধী শিশুর বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। সে বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির বয়স ৮ বছর, গায়ের রং শ্যাম বর্ণ, উচ্চতা তিন ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রঙের ফ্রক।
শনিবার (২৪ জুলাই) উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুল হাসান তেজগাঁও থানা এলাকায় ডিউটির সময় বেতার সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকা থেকে অজ্ঞাত শিশুটি হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন। থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় কিছুই বলতে পারছে না।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানা পুলিশ তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে।
শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। যোগাযোগের ঠিকানা- ডিউটি অফিসার, তেজগাঁও থানা, মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর- ০২৪৮১১৮৫৪২।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com