 
     পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে মিউনিমিপ্যাল অ্যাসোশিয়েসন অব বাংলাদেশ (ম্যাব)।
পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে মিউনিমিপ্যাল অ্যাসোশিয়েসন অব বাংলাদেশ (ম্যাব)।
সংগঠনের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল এক যুক্ত বিবৃতিতে বলেন, বাউফল পৌর শহরের ডাকবাংলোর সামনে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মাননীয় প্রধানমন্ত্রীর পরমর্শ : করোনাভাইরাস মোকাবেলায় আপনার করনীয়” সচেতনতামুলক ব্যানার টানানোর সময় পৌরসভার কর্মীদের ওপর আতর্কিত হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে যুবলীগ কর্মী তাপস দাশ (৩৪) মারা যান। প্রতিপক্ষ গ্রুপ মেয়র জুয়েলকে ফাঁসাতে তাকে হুকুমের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
ম্যাব নেতৃবৃন্দ বলেন, মেয়র জুয়েলের জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান ম্যাব নেতৃবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com