বাউফলে ইভটিজিং এর দায়ে ৫০ বছরের ব্যক্তির কারাদণ্ড!

লেখক:
প্রকাশ: ৭ years ago

পটুয়াখালী’র বাউফলে ৫০ বছর বয়সের এক ব্যক্তিকে ইভটিজিং’র দায়ে তিন (০৩) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে বাউফলের কালাইয়া বন্দরের সদর রোডে মন্দিরের পূর্ব পার্শ্বে ইভটিজিংয়ের দায়ে আবদুর রহিম খাঁ(৫০) নামের একজনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান।
জানা যায়, সাজাপ্রাপ্ত আবদুর রহিম খাঁর বাড়ি কালাইয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। সে দীর্ঘ দিন যাবৎ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোরস্তান রোডের স্থায়ী বাসিন্দা বিধবা নারী মোসা: আকলিমা খাঁন আর্থিক লোভ- লালসা দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিভিন্ন সময় চলার পথ অবরুদ্ধ করে ইভটিজিং করে থাকেন। জানা যায়, এব্যাপারে আকলিমা খাঁন আইনি সহয়তার জন্য থানা পুলিশের স্মরনাপ্ন হয়েছিলেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, সাজাপ্রাপ্ত রহিম খাঁ বিধবা নারী আকলিমা খাঁনকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে ব্লাকমেইল করে আসছিলেন। আজ সন্ধ্যায় তাকে ইভটিজিং করার দায়ে তিন (০৩) মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।