সোহেল আহমেদ, চট্টগ্রাম:: জাতীয় সংসদের পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেছেন বিগত ফ্যাসিষ্ট সরকার বিএনপিকে ভাঙার জন্য বহু চেষ্টা করেছিলো, গভীর ষড়যন্ত্র করেও দলকে ভাঙতে পারেনি। এখনো চক্রান্ত চলছে বিএনপি নিয়ে। আমরা বাউফলবাসী ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
আজ (২৫ জুলাই) শুক্রবার চট্টগ্রামস্থ বাউফল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায়, প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ৩৯ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। এসময় তিনি বাউফলবাসীসহ ৩৯ নং ওয়ার্ড এলাকায় বসবাসকারী সকল শ্রেণীর মানুষের বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় চট্টগ্রাম মহানগরের ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আরশাফ উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিএনপির প্রতিটি কর্মী আজ বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তালুকদারের পাশে আছে। আগামী সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন মুন্না বাউফল উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ইপিজেড থানার আহবায়ক মো: ইউসুফ সুমন, বাউফল উপজেলা বিএনপির সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএনপিরসভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মাসুদুর রহমান। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ইপিজেড থানা যুবদলের কর্মীগড়ার কারিগর তরুণ সমাজ সেবক ফোরকান আহমেদ,
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো: মনিরুল ইসলাম, শরীয়ত উল্লাহ সৈকত, মো: সাদেক হোসেন মো: নান্নু মৃধা মো: কামরুল ইসলাম , ফুয়াদ, সাখাওয়াত হোসেন তামিম, মো; কামাল হোসেন, মোঃ গোলাম কিবরিয়া, মো: দোলন চৌধুরী , মো: জুলহাস উদ্দিন , মোঃ হানিফ প্রমূখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com