বাংলা টিভির ঈদ আয়োজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঈদের লম্বা ছুটিতে দর্শকদের বিনোদন দিতে বর্ণিল আয়োজনে সেজেছে বাংলা টিভি। পাঁচদিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। সিনেমা, ধারবাহিক নাটক, একক নাটক, নন-ফিকশন শো, টেলিফিল্ম,ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মিউজিক শো এবং ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান। এমন নানা আয়োজনে এবার বাংলা টিভির ঈদ হবে। চলুন এক নজর দেখে আসা যাক কী থাককে এই টিভি চ্যানেলটির ঈদ আয়োজনে।

রোববার সন্ধ্যায় টেলিভিশনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চ্যানেলটির কর্মকর্তাদের নিয়ে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক,সৈয়দ সামাদুল হক। অনুষ্ঠানে জানানো হয়, ঈদের দিন সকাল ১১টা থেকে পাঁচ দিন প্রচারিত হবে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘এলো খুশির ঈদ’। বাংলা সিনেমা প্রচারিত হবে ঈদের দিন থেকে পাঁচ দিন দুপুর ১২টায়। প্রথম দিন প্রচারিত হবে ‘কি যাদু করিলা’, ঈদের দ্বিতীয় দিন ‘অবুঝ শিশু’, ঈদের তৃতীয় দিন ‘স্বপ্নের পৃথিবী’, চতুর্থ দিন ‘মা বাবার স্বপ্ন’ এবং পঞ্চম দিন বাংলা সিনেমা ‘দোলা’।

ঈদের দিন থেকে ৫ দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান “ছন্দে আনন্দে”, ৭টা ৩০ মিনিটে রয়েছে সেলিব্রেটি শো ‘তারায় তারায়’। এ ছাড়াও পাঁচ দিনের আয়োজনে রয়েছে ৫টি শর্ট ফিল্ম প্রথম দিন শর্ট ফিল্ম ‘অক্ষর’, দ্বিতীয় দিন ‘বখাটে’, তৃতীয় দিন ‘মায়া’, চতুর্থ দিন ‘রুপ ও অফিস টুর’ এবং পঞ্চম দিন শর্ট ফিল্ম ‘আড়াল’ প্রচারিত হবে রাত ৮ টায়।

ঈদের দিন থেকে ৫ দিন রাত ৯ টায় রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার ঈদ’। টেলিফিল্ম ও শর্ট ফিল্মের পাশাপাশি, বাংলা টিভির এবারের ঈদ আয়োজন রয়েছে খন্ড নাটক ‘এ ফ্যামিলি গাই’।প্রচারিত হবে ঈদের ৫ দিন রাত ৯টা ৩০ মিনিটে। ঈদের পাঁচ দিন রাত ১০ টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ ধারবাহিক নাটক ‘রং’।

এছাড়া প্রতি দিন রাত ১১ টায় রয়েছে মিউজিকাল অনুষ্ঠান টিবিউট টু রুনা লায়লা, টিবিউট টু শচীন দেব বর্মন, টিবিউট টু লতা মুঙ্গেশকর, টিবিউট টু হেমন্ত মুখোপাধ্যায়, টিবিউট টু আশা ভোসলে।

সংবাদ সম্মেলনে, এসব অনুষ্ঠান সম্পর্কে দর্শক শ্রোতাদের অবহিত করতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বাংলা টিভির পরিচালক মীর নুর উস শামস, প্রধান পরিচালন কর্মকর্তা সোহেল এইচ, নিউজ ইনচার্জ সুমন মুস্তাফিজসহ উর্ধতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।