ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৮ নাবিক বুধবার (৯ মার্চ) সকালে ঢাকায় পৌঁছাবেন। তবে আনা হচ্ছেনা রকেট হামলায় নিহত নাবিক হাদিসুরের মরদেহ।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে তারা রোমানিয়ার বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
শাখাওয়াত হোসেন বলেন, ‘রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিকের জন্য দূতাবাসের উদ্যোগে টার্কিশ এয়ারলাইন্সের টিকিট বুকিং দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টায় নাবিকরা বুখারেস্ট থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। বুধবার সকাল নাগাদ তারা দেশে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘২৮ নাবিক দেশে ফিরলেও তাদের সঙ্গে আনা যাচ্ছে না রকেট হামলায় নিহত নাবিক হাদিসুরের মরদেহ। তার লাশ ইউক্রেনে একটি হিমঘরে সংরক্ষন করে রাখা হয়েছে। পরবর্তীতে তার লাশ দেশে ফিরিয়ে আনা হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com