১৪ জুন আসতে বাকি আর মাত্র ১৫ দিন। আফগানরা অধীর অপেক্ষায় বসে আছে দিনটির। হ্যাঁ, সেদিন রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল শুরু হবে, তবে আফগানরা অপেক্ষা করছে ক্রিকেটের জন্যও। সেদিনই যে বেঙ্গালুরুতে টেস্ট অভিষেক হবে আফগানিস্তানের। টেস্ট পরিবারের দ্বাদশ সদস্য দলটা প্রথম টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। ওই ম্যাচের জন্যই কাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কালই দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬ সদস্যের দলও।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য তারুণ্যনির্ভর দল সাজিয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান দারবিশ রাসুলি। ১৫ মাস পর ফেরানো হয়েছে ব্যাটসম্যান নাজিব তারাকাইকে। দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দেবেন আসগর স্টানিকজাই। অভিষেক টেস্টেও তিনিই অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা মাত্র পাঁচজন আছেন অভিষেক টেস্টের দলে। অধিনায়ক স্টানিকজাই ছাড়াও দুই দলেই আছেন উইকেটকিপার মোহাম্মদ শেহজাদ, সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী, লেগ স্পিনার রশিদ খান ও অফ স্পিনার মুজিব উর রেহমান জাদরান। টেস্ট দলে ডাক পেয়েছেন আরও দুজন স্পিনার, লেগ স্পিনার জহির খান ও বাঁহাতি স্পিনার আমির হামজা।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, ইহসানউল্লাহ, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নাসির জামাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আমির হামজা, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার, জহির খান।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ | |
৩ জুন | ১ম টি-টোয়েন্টি |
৫ জুন | ২য় টি-টোয়েন্টি |
৭ জুন | ৩য় টি-টোয়েন্টি |
*ভেন্যু ভারতের দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম | |
**ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে |