আগামী ১৬ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানে। এই সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ২০ জুলাই। তিনটি ম্যাচই হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।
অলরাউন্ডার সালমান আলি আগা পাকিস্তানের অধিনায়কত্ব করবেন। তবে দলের সহঅধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন।
শাদাব খান সম্প্রতি যুক্তরাজ্যে কাঁধের সফল অস্ত্রোপচার করিয়েছেন। দীর্ঘদিন ধরে ডান কাঁধের সমস্যায় ভুগছিলেন তিনি। আর হারিস রউফ যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চলতি আসরে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
এই দুইজন ছাড়াও স্কোয়াডে নেই নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম, ইরফান খান ও হাসান আলি।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার সালমান মির্জা। পিএসএলের নবম আসরে চার ম্যাচে ৯ উইকেট নিয়ে ফ্রন্টলাইনে এসেছিলেন তিনি।
উল্লেখ্য, দুই দল সর্বশেষ মে মাসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানে। বাংলাদেশের ওই সফরে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম