বাজছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা। রাত পোহালেই মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম আসর। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
আর এই ম্যাচটির জন্য নতুন পিচ প্রস্তুত রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। অবশ্য শুধু এই ম্যাচ নয় দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারতের বাকি সব ম্যাচের কথা বিবেচনা করেই আলাদা করে দুইটি উইকেট প্রস্তুত করে রেখেছেন তারা।
বছর জুড়েই ব্যস্ত থাকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। কোনো কোনো টুর্নামেন্ট কিংবা দ্বিপক্ষীয় সিরিজ হতেই থাকে এই মাঠে। সেই ধারাবাহিকতায় গেল কয়েক মাসে দুবাইয়ে অনেক ম্যাচ হয়েছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপসহ অনুষ্ঠিত হয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডের উদ্যোগে পরিচালিত আইএল টি-২০ লিগের ১৫টি ম্যাচ। সব মিলিয়ে বেশ ধকল গিয়েছে উইকেটের ওপর। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উইকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com