বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষা ২৫ মে

লেখক:
প্রকাশ: ৬ years ago

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগের এমসিকিউ টেস্টে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর ছয়টি কেন্দ্রে ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রগুলো হলো– মোহাম্মদপুর মহিলা কলেজে (রোল : ১০০০১৪-১১৩২০৯ ) রোল পর্যন্ত, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (রোল : -১৫৬৪৮১), মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (রোল ১৫৬৪৮২-২০১৬০৪), মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়(রোল : ২০১৬০৬-২৩৮৬৭৮), সিদ্ধেশ্বরী কলেজ (রোল : ২৩৮৬৯৭-৩০৫১৬৫) এবং হাবিবুল্লাহ বাহার কলেজ (রোল : ৩০৫২২৮-৩৪৮৩২০)।

বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আগের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। পরীক্ষা হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

এর আগে গত ২৭ এপ্রিল এ পদে প্রিলিমিনারি এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের https://erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।