পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিভিশন-২) এর পরিচালক মো. আব্দুল মান্নান নির্বাহী পরিচালক হলেন। পদোন্নতির পর তাকে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট ও আইপিএফএফ-II প্রজেক্টের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল মান্নান।
তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এএফডি’র অর্থায়নে তৈরি পোশাক শিল্প প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com