চলমান বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্য খুব সহজেই পেরিয়ে যায় ভারত। এমন হারের পর খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।
ম্যাচে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারের বাজে ব্যাটিংয়ে ২৫৬ রান তুলতে পারে সাকিব আল হাসানের দল। এই পুঁজি নিয়ে কী আর ভারতের রোহিত শর্মা-বিরাট কোহলি-শুভমান গিলদের সামলানো যায়? ফলাফল ৭ উইকেটের ব্যবধানে বড় পরাজয়।
এই হারের পর ক্রিকবাজে ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেও তো লাভ হয়নি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। আর এটা তো বাংলাদেশই, আমরা কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’
এরপরের বক্তব্যে বাংলাদেশকে একপ্রকার অপমানই করলেন শেবাগ, ‘আমাদের অনুমান ছিল ২৬০-২৬৫ রান হবে। সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবা হয়।’
নিজেদের মাটিতে বাংলাদেশ যে কোনো দলের জন্যেই হুমকি। কিন্তু স্পিন উইকেট দিয়ে বাইরের দেশে গিয়ে জেতা যাবে না বলেও খোঁচা মারেন শেবাগ, ‘বাংলাদেশের বাইরের দেশে উইকেটে থেকে সাহায্য না পেলে আসল চিত্রটা বেরিয়ে আসে। উইকেট নেওয়ার সামর্থ্যটাই এই দলের নেই।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com