বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল জেলার সর্বত্র শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় বৃহত্তর বরিশাল অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ; বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র; বরিশাল রেঞ্জের ডিআইজি, বিএমপি পুলিশ কমিশনার, র‌্যাব-৮ এর অধিনায়ক, বরিশালের জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ; বিভিন্ন পৌরসভার মেয়র, কাউন্সিলর; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ; র‌্যাব, পুলিশ এবং আনসার-ভিডিপিসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্তব্যরত সকল সদস্যবৃন্দ; ওজোপাডিকো এবং পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, বরিশাল মহানগর কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ নেতৃবৃন্দ।