বাংলাদেশ কম্পিউটার সমিতি (বরিশাল শাখা) এর ২০২২-২০২৪ মেয়াদকালের নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন বিসিএস (বরিশাল শাখা) এর কার্যনির্বাহি কমিটি (২০২০-২০২২) চেয়ারম্যান সৈয়দ মোঃ রইস উদ্দিন আতিক।
গত ৩রা এপ্রিল দুপুরে বিসিএস (বরিশাল শাখা) কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। এসময় ২০২০-২০২২ কমিটির চেয়ারম্যান সৈয়দ মোঃ রইস উদ্দিন আতিক, সেক্রেটারি জাহিদ হাসান চপল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং সদস্য মোঃ এনামুল হক খান উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, ভাইস- চেয়ারম্যান মোঃ এনামুল হক খান,
সচিব জাহিদ হাসান চপল, যুগ্ন-সচিব শফিউর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসাইন, সদস্য মোঃ খোরশেদ আলম এবং সদস্য সৈয়দ মোঃ রইস উদ্দিন আতিক উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, পূর্বের কার্যনির্বাহি কমিটির সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দরভাবে হিসাব সহ সকল কিছুর দ্বায়িত্ব আমাদের অর্পন করায়, একই সাথে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বরিশাল শাখা) এর সকল সদস্যদের ধন্যবাদ জানাই ভোট দিয়ে আমাদের নির্বাচিত করার জন্য।
বিসিএস(বরিশাল শাখা) কে এগিয়ে নিয়ে যেতে সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রম চলমান রাখাই আমাদের মূল লক্ষ্য হবে।
নবনির্বাচিত কমিটির সচিব জাহিদ হাসান চপল বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন এর লক্ষে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি এর সহযোগীতায় বরিশাল কমিটি কাজ করে যাব, করোনা মহামারী ধকল কাটিয়ে আমরা যেন সকলে একত্রিত হয়ে আবার ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে পারি সকল সদস্যদের নিয়ে এটাই আমাদের নবনির্বাচিত কমিটির লক্ষ হবে।
শুক্রবার (১ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে বিসিএস এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির কার্যক্রম শুরু করেন। এসময় বিসিএস (বরিশাল শাখা) এর ২০২২-২০২৪ নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, ভাইস- চেয়ারম্যান মোঃ এনামুল হক খান, সচিব জাহিদ হাসান চপল, যুগ্ন-সচিব শফিউওর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসাইন সহ বিসিএস সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com