বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।মওদুদ আহমেদের মৃত্যুর খবরে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
মঙ্গলবার (১৬ মার্চ) ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এই উপমহাদেশের একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি একজন লেখকও। তিনি একজন অমায়িক ব্যক্তি ছিলেন। সকলের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার প্রতি শ্রদ্ধাবোধ আজকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি আজ আমাদের মাঝ থেকে চলে গেছেন। বাংলাদেশ একজন অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা একজন অভিভাবক হারালাম। বিশেষ করে আমি একজন আমার দক্ষ সহকর্মী হারালাম। তাদের পরিবারের সদস্যরা হারালেন তাদের মাথার ওপরের বটগাছ। আমার বিশ্বাস রাজনৈতিক অঙ্গনে এবং বিচারালয়ে যে ক্ষতি মওদুদ আহমদের মৃত্যুতে হল সেই ক্ষতি পোষানোর মতো নয়। আবারও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com