সাধারণ দর্শকদের মাঠে গিয়ে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দেখার সম্ভাবনা শূন্যের কোঠায়। বিসিবির অন্যতম নীতিনির্ধারক পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান আগেই জানিয়েছেন সে তথ্য।
আকরাম খান বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাই আমাদের প্রথম ও মূল লক্ষ্য। দর্শক মাঠে ফেরাতে যাওয়ায় আছে ঝক্কি ও ঝুঁকি। আমরা হয়তো সে ঝুঁকি নেব না। এরপর বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনও একই কথাই বলেন। তিনিও বলেন, দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সম্ভাবনা কম।
তারপরও কারো কারো ধারণা ছিল, সিরিজ শুরুর আগে হয়তো বিসিবির অবস্থান বদলও হতে পারে। সাধারণ দর্শকের জন্য স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হতেও পারে। কিন্তু না। দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখা হচ্ছে না।
ওয়ানডে সিরিজ শুরুর ৭২ ঘণ্টা আগে বিসিবির আরেক শীর্ষ কর্মকর্তা ও সিনিয়র পরিচালক জালাল ইউনুস নতুন করে জানিয়ে দিলেন, ‘বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাধারণ দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হবে না।’
আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সন্মেলনে জালাল ইউনুস বলেন, ‘পর্যায়ক্রমে কিছু কিছু সাবেক জাতীয় ক্রিকেটার, সাবেক অধিনায়ক এবং কিছু সাবেক ক্রিকেটারকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হবে। এছাড়া কিছু অতিথি এবং স্পন্সররাও থাকবেন আমন্ত্রিত। তবে সেটা খুবই সীমিত পর্যায়ে।’
জালালের শেষ কথা, ‘তবে সাধারণ দর্শকদের আমরা মাঠে গিয়ে খেলা দেখার প্রবেশাধিকার দিতে পারছি না।’