বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লেখক:
প্রকাশ: ৭ years ago

রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের দেরাদুনে শুরু হতে যাওয়া এই সিরিজের টাইটেল স্পন্সর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজটির নাম হবে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ’।

রোববার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার এবং বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গত বুধবার দেরাদুনে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে বুধ ও বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল।