বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

ডিজিটাল গনমাধ্যমের অধীকার আদায় ও অনলাইন সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবে যাত্রা শুরু হয়েছিলো জুন ২০১৬।

আহবায়ক কমিটির মাধ্যমে এতদিন কার্যক্রম চলে আসছিল। যা বিগত দিনগুলোতে সফলার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। আজ ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হলো।

ডাব্লিউ নিউজ ৩৬০.কম সম্পাদক সাগর চৌধুরীকে সভাপতি ও সকালের সংবাদের সম্পাদক হাফিজুর রহমান শফিকে সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়েছে।

সারাদেশের সকল অনলাইন সংগঠন ও সাংবাদিকদের সকল দাবী ও সমস্যা নিরসনে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব সহায়ক হিসেবে কাজ করে যাবে।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্যগনের তালিকা:-

*সাগর চৌধুরী, ডাব্লিউ নিউজ ৩৬০.কম (সভাপতি),
*তুষার সহ-সম্পাদক ইত্তেফাক (সহ-সভাপতি),
*নজরুল ইসলাম,সহসম্পাদক বাংলাদেশ প্রতিদিন ( সহ-সভাপতি),
*এম এ মান্নান ভূঁইয়া,একুশের কাগজ ডটকম সম্পাদক ও প্রকাশক (সহ- সভাপতি)
*হাফিজুর রহমান (শফিক) প্রধান সম্পাদক সকালের সংবাদ -(সম্পাদক)
* সাইফুল ইসলাম রনি বি ডি পি নিউজ ২৪- (সহ সম্পাদক)
* রায়হান উদ্দিন মানিক- (সহ- সম্পাদক)
*মশিউর রহমান সুমন সকাল বিকাল ২৪.কম -(অর্থ সম্পাদক)
*জিয়াউর রহমান তথ্য চিত্র.কম -(দপ্তর সম্পাদক)
* জীবন চৌধুরী -(প্রচার-ও প্রকাশনা সম্পাদক)
*এ্যড, এস কে সালমান – (আইন ও আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক)
* নিয়াজ মাহামুদ, একাত্তর নিউজ (কার্য্য নির্বাহী সদস্য)
*মোঃ আলী আক্কাস তালুকদার,(অবঃ) প্রাপ্ত সেনা কর্মকর্তা, যুগ্ম সম্পাদক বিডিপি নিউজ টোয়েন্টিফোর ডটকম। (কার্য্য নির্বাহী সদস্য)
* শহিদুল ইসলাম শহিদ, (কার্য্য নির্বাহী সদস্য)
* রফিকুল ইসলাম সম্পাদক সকাল বিকাল ২৪ (কার্য্য নির্বাহী সদস্য)

সকল অনলাইন সংগঠন, পত্রিকা,ও সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব কাজ করে যাবে।

এছাড়াও সংগঠনটি দেশের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখবে। দেশের ডিজিটাল সংবাদপত্র তথা অনলাইন গণমাধ্যমের প্রাণের সংগঠন হিসেবে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে নিরলসভাবে কাজ করে যাবে এই সংগঠন।