‘বাংলাদেশে ক্রিকেটার অনেক কিন্তু কোয়ালিটি ক্রিকেটার কম’

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ বাংলাদেশ দল। বড় মঞ্চে গিয়ে নিজেদের সেরাটা দিতে পারছে না দেশের ক্রিকেটাররা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এর কারণ হিসেবে আকরাম কাহ্ন বলেছেন, বাংলাদেশে অনেক ক্রিকেটার থাকলেও কোয়ালিটি ক্রিকেটার কম।

মিরপুরে আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘নিজ থেকে যদি উন্নতি না করেন, তাহলে আপনি ভালো ক্রিকেটার হতে পারবেন না। ভালো ক্রিকেটার হতে পারবেন কিন্তু মানসম্পন্ন ক্রিকেটার হতে পারবেন না।’

‘বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার অনেক কম। যেটা (কোয়ালিটি ক্রিকেটার) অন্য দেশে অনেক বেশি।’-যোগ করেন তিনি।

স্কিলে উন্নতি করা জরুরি বলে মনে করছেন আকরাম, ‘আমরা হয়তোবা ঘরোয়া ক্রিকেট, বিপিএলে কিছু রান করে মনে করি অনেক ভালো ক্রিকেটার হয়ে গেছি। আসলে নিজেদেরই চিন্তা করা উচিত। আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলব, কত মাইল বেগের বল মোকাবিলা করব, কী স্পিনারদের মোকাবিলা করব এগুলো সবই আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো উন্নতি করলেই একটা ভালো পর্যায়ে যাব। যেটা বললাম, দুই দিক থেকেই আপনাকে চেষ্টা করতে হবে। ক্রিকেট বোর্ডের লাগবে, ক্রিকেটারেরও লাগবে।’

সুযোগ সুবিধা কম থাকলেও মাহমুদউল্লাহ-মুশফিকরা নিজ চেষ্টাতেই গড়ে উঠেছেন বলে মনে করেন আকরাম, ‘দিনে দিনে বাংলাদেশের সুযোগ-সুবিধা বাড়ছে। যদি আপনি সেভাবে চিন্তা করেন, এখনকার তুলনায় ১৫ বছর আগের সুযোগ-সুবিধা অনেক কম ছিল। তখন তো আমাদের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল তারা কিন্তু বের হয়ে এসেছে। তারা বের হয়ে আসার একমাত্র কারণ ব্যক্তিগতভাবে অনেক উন্নতি তারা করেছে। ক্রিকেট বোর্ড যতটুকু পারে, আপনাকে সাহায্য করবে।’