বাংলাদেশে করোনা পজিটিভ যাত্রী আনল কাতার এয়ারওয়েজ

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনা পজিটিভ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। 

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ।

কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন। পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।