বাংলাদেশের শ্রেষ্ঠ ১০ তরুণ সংগঠনের কাতারে বরিশাল ইয়ুথ সোসাইটি

:
: ৭ years ago

শনিবার ঢাকার সাভারে শেখ হাসিনা যুব কেন্দ্রে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নে ভূমিকা রাখা তারুণ্যনির্ভর শ্রেষ্ঠ ১০টি সংগঠনের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক  উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বরিশাল বিভাগের একমাত্র সংগঠন হিসেবে বরিশাল ইয়ুথ সোসাইটি-বিওয়াইএস এই এওয়ার্ড অর্জন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সজীব ওয়াজেদ জয় বিওয়াইএস এর প্রতিষ্ঠাতা ফায়েজ বেলাল এর হাতে তুলে দেয় এই এওয়ার্ড। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, “সারা দেশের তরুণ-তরুণীরা বিভিন্নভাবে কাজ করছে। আমরা চেষ্ট করছিলাম, কীভাবে এই স্বপ্নকে ছড়িয়ে দেওয়া যায়। এরপর আমরা ইয়াং বাংলা প্রতিষ্ঠা করি। “আমরা খুঁজে বের করি সেই সব তরুণ তরুণীদের, যারা দেশের জন্য কাজ করছে। আমরা তাদের খুঁজে পেয়েছি। তারা যেভাবে দেশের জন্য কাজ করছে, আমি সজীব ওয়াজেদ জয়, তাতে অনুপ্রাণিত।” বরিশাল ইয়ুথ সোসাইটি-বিওয়াইএস এর এ অর্জনে ফেইসবুকের নিজের অফিসিয়াল পেইজ থেকে  শুভেচ্ছা বার্তা জানান সংগঠনটির প্রধান উপদেষ্টা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এওয়ার্ড অর্জনের পর ফায়েজ বেলাল বলেন, এ এওয়ার্ড কোন ব্যক্তিগত অর্জন নয়। এ এওয়ার্ড বরিশালের। আমি আশা করি এই অর্জনের মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও সুন্দর ও সফল করতে পারব। উল্লেক্ষ এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বানের পর দেশের ৪৪টি শহরে এবং ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালানো হয়। এই আয়োজনের শুরু থেকে ‘আশাতীত’ সাড়া পায় ইয়ং বাংলা। দেশের বিভিন্ন স্থান থেকে ১৩০০ প্রতিষ্ঠানের আবেদন আসে। ১৯ অগাস্ট আবেদনের সময়সীমা শেষ হলে শুরু হয় বাছাই কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে পাওয়া ১৩০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ১০০টিকে। এরপর শুরু হয় তাদের প্রতিষ্ঠানগুলোতে যাওয়া। সমাজে এই প্রতিষ্ঠানগুলোর প্রভাব এবং কার্যকারিতা বিবেচনায় এনে ৫০টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সেখান থেকে সেরা ১০ সংগঠনের নাম প্রকাশ করা হয়।