বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

এশিয়া কাপে পর যেন হারতেই ভুলেই গেছে বাংলাদেশের নারীরা। ফাইনালে ভারতের মেয়েদের হারানোর পর কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে টাইগ্রেসরা। এবার বিশ্বকাপ বাছাইপর্বেও অপ্রতিদ্বন্দ্বী নারী ক্রিকেট দল। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সালমা খাতুনের দল। পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে হারার পর ডাচ নারীদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলার মেয়েরা।

রোববার নেদারল্যান্ডসের আট্রেক্টে স্বাগতিকদের মাত্র ৪২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর, বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন।

শুরুতে ব্যাট করতে নেমে রুমানা-ফাহিমাদের বোলিং তোপে পড়ে নেদারল্যান্ডস। দেশটির ছয় নারী ব্যাটারই কোনো রানই করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাও একটি রেকর্ড। ডাচ মেয়েদের সর্বোচ্চ জুটিটি হয়েছে মাত্র ২৩ রানের। দলের সবোর্চ্চ স্কোরটি স্টেরা ক্যালিসের ১৫ রান! এছাড়া ডেনিস হানেমা  করেন ১৪ রান। মাত্র ১৮ ওভার ব্যাটিং করতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

ডাচ মেয়েদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে টাইগারদের দুই লেগ স্পিনার। দুই রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা, আর ফাহিমা নেন তিন রানে ৩ উইকেট। এছাড়া দুই উইকেট নেন পান্না ঘোষ।

এই অল্প রান তাড়া করতে ৩২ রানে ৩ উইকেট হারায় তবে ফারজানার ব্যাটে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। শামীমা ১৪ ও ফারজানা করেন ১১ রান। ‘এ’  গ্রুপ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।