বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুই হার। নিট রানরেটে শ্রীলঙ্কা এগিয়ে। তবে শুক্রবার যে দল জিতবে তারাই হবে ফাইনালে ভারতের সঙ্গী। আর এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ থেকেই শ্রীলঙ্কাই বেশি চাপে থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করে জিতলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৫৯ রানে। টাইগাররা হেরে যায় ১৭ রানে। তবে আগের দুই ম্যাচে লঙ্কানদের হার ও খেলা ঘরের মাঠে হওয়ায় চাপটা শ্রীলঙ্কারই বেশি উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, ‘চাপের কথা বললে হয়তো শ্রীলঙ্কাই সেটা বেশি অনুভব করবে। কারণ তাদের ঘরের মাঠ, দর্শকদের প্রত্যাশা বেশি।’
এদিকে ফাইনালে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে নতুন করে শুরু করতে চান টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে। আগের ম্যাচে আজকে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। তবে সেসব নিয়ে বেশি ভাবলে বরং ক্ষতি হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com