প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০১৭, ১২:৪৬ পূর্বাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা
একমাত্র টেস্ট জয়ের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার ঘোষিত ওয়ানডে দলে আছেন টেম্বা বাভুমাও। আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন বাভুমা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপটা বেশ শক্তিশালীই। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আছেন কদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া জেপি ডুমিনি।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তার সঙ্গে আছেন পেস অলরাউন্ডার ওয়েইন পারনেল ও আন্দিলে ফিকোয়াও। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির।
আগামী ১৫ অক্টোবর কিম্বারলিতে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ পার্ল ও ইস্ট লন্ডনে যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফারহান বেয়ারদিয়েন, জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসন, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com