বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে এ খবর পাওয়া মাত্রই এক নজিরবিহীন বিজয় উল্লাসে মাতে সারাদেশের মানুষ।
এর আগে দেশজুড়ে বিগত দিনগুলোতে ঘটে যাওয়া সংকটাপন্ন সময় নিয়ে বেশ সরব ছিলেন পশ্চিম বাংলার তারকারা। তারা সামাজিক মাধ্যমে ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন সেই শুরু থেকেই। তাদের মধ্যে রয়েছেন টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও স্বস্তিকা মুখার্জি। সবশেষ খারাপ পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দেব, জিৎ এর মতো নায়কেরা।
সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে নিয়ে কী বললেন পরমব্রত?
শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই ছাত্র আন্দোলন নিয়ে, সমসাময়িক সকল ঘটনা নিয়ে বেশ আলোচনা করলেন টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে আসে অভিনেতার কথাগুলো।
পরমব্রত বলেন, 'বাংলাদেশ প্রসঙ্গে শেষ পর্যন্ত নীরবতা ভঙ্গ করছি। আন্দোলনের উপর সে দেশের সরকার ক্রমাগত যে আক্রমণ চালিয়ে গেছে, তা ন্যাক্কারজনক এবং বর্বরোচিত তো বটেই, একচ্ছত্র ক্ষমতার মোহে অন্ধ শাসকের মানুষকে তার প্রাপ্য মর্যাদা না দেওয়ার চরম উদাহরণও বটে। নানা অগণতান্ত্রিক এবং একনায়কোচিত পদ্ধতি নিয়ে জমতে থাকা মানুষের রাগ ফেটে বেরিয়ে এই আন্দোলনকে এক বৃহৎ চেহারা দেয়। যা আজ এক চরম পরিণতি পেয়েছে।'
ছাত্রদের অভিনন্দন জানিয়ে পরমব্রত বলেন, 'কিন্তু এই প্রসঙ্গে কিছু প্রশ্ন না তুলে পারছি না। অনেকের কাছে অপ্রিয় হতে পারি জেনেও। এগুলোকে প্রশ্ন না অনুরোধ বলব ঠিক জানি না। হয়ত দুটোই। যে আন্দোলন ‘ধনধান্য পুষ্পে ভরা’ বা ‘আমার সোনার বাংলা’ গেয়ে, গর্বিত ভাবে দেশের পতাকা মাথায় এঁকে এগিয়ে নিয়ে গেছেন আপনারা, ছাত্ররা, বিশ্বাস করি না তারা এই কাজগুলি করতে পারেন! তা হলে? ওত পেতে থাকা কিছু স্বাধীনতা-বিরোধী, কট্টরপন্থী শক্তি আপনাদের এই অসামান্য আন্দোলন হাইজ্যাক করে ফেলছে না তো?'
পরমব্রত আরও বলেন, 'আজ আপনাদের গৌরবের দিন! যে গর্বের আঁচ আমাদের গায়েও এসে লাগছে। নিশ্চয়ই উল্লাসেরও দিন। কিন্তু স্বৈরাচারকে পরাস্ত করার এ আনন্দকে কালিমালিপ্ত হতে দেবেন না। এক ফ্যাসিস্টকে সরিয়ে আরও বড় ফ্যাসিবাদকে জায়গা করে দেবেন না।'
কী বললেন স্বস্তিকা?
তবে বাংলাদেশে চলমান এই পুরো ইস্যু নিয়ে সবচেয়ে বেশি সরব থাকতে দেখা যায় টালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে। তিনি শুরু থেকেই ছিলেন ছাত্র-জনতার ন্যায়ের পক্ষে। সর্বদা প্রার্থনা করেছেন দেশের আপামর ছাত্র-জনতার জন্য। যদিও ভারতীয় অনুরাগীরা তার মন্তব্য ঘরে সমালোচনা করেছেন। তাতে কান দেননি এই নায়িকা। কারণ সবসময় সত্য-ন্যায় ও যৌক্তিক দাবির পক্ষে থেকেছেন তিনি; প্রতিবাদ জানিয়েছেন অনাচার-অবিচারের ওপরেও।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের মানুষ বিজয়ের উল্লাসে মেতে ওঠে। এরই মাঝে কিছু অতি উৎসাহী ব্যক্তি ভাঙচুর তাণ্ডব শুরু করলে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় কিছু সংখ্যালঘুদের বাসা-বাড়ি। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক রটনা।
এ নিয়ে সামাজিক মাধ্যমে খানিকটা হতাশা প্রকাশ করেন স্বস্তিকা মুখার্জী। তিনি আশা রাখলেন, 'এ সকল অপ্রত্যাশিত কর্মকাণ্ডের সমাধান ছাত্ররাই করবেন।'
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'রাষ্ট্র যখন ছাত্রদের ওপর অত্যাচার চালিয়েছে, জাত-পাত-ধর্ম-ভেদাভেদ ভুলে মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আজ যখন দেশের হিন্দুদের ওপর আঁচ আসছে, এর মোকাবিলা ছাত্রদের করতে হবে। এর কোন বিকল্প নেই। এর দায় আন্দোলনকারীদের নিতে হবে। সমাধানও তাদের আনতে হবে।'
বাংলাদেশ ইস্যুতে যা বললেন জিৎ
বাংলাদেশের আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ান টালিউড নায়ক জিৎ। সাধারণত খুব সহজে কোনো বিষয়ে তেমন কথা বলেন না এই নায়ক। কিন্তু আন্দোলনে হতাহত-ভয়াবহতার ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক বাংলাদেশ।'
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com