এশিয়া কাপ হকিতে পাকিস্তান ও ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে জাপানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মামুনুর রহমান চয়ন।
এছাড়া জাপানের হয়ে জোড়া গোল করেছেন তানাকা কেন্টা। অপর গোলটি করেছেন কিতাজাতো কেনজি।
রবিবার মাওলানা ভাষাণী হকি স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে কেনজির গোলে এগিয়ে যায় জাপান। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ছয় মিনিট পরে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্বাগতিকদের উল্লাস ভাসান চয়ন।
তবে ম্যাচের ৫৯ ও ৬০ মিনিটে টানা দুই গোল করে জাপানকে ৩-১ গোলে এগিয়ে দেন তানাকা কেন্টা। শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com