বাংলাদেশের জন্য যেসব ভিনদেশী ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বীকৃতি দিতে চায় বর্তমান সরকার। বাংলাদেশের জন্য নিরব অবদানকারী ভিনদেশী ও প্রকৃত দেশ প্রেমিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে বাংলাদেশ গর্বিত হতে চায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। গতকাল মঙ্গলবার সকালে নগরীর অক্সফোর্ড মিশনে অবস্থানরত মানববদরদী লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে যান গওহর রিজভী । সকাল সাড়ে ৮টা থেকে বেশ কিছু সময় কাটান লুসি হল্টের সাথে গওহর রিজভী। এসময় বরিশালের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ, বরিশালের জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি রাসেল আহম্মেদ, কোতয়ালি মডেল থানার এসি শাহানাজ পারভীন, অক্সফোর্ড মিশনের ফাদার, ব্রাদার ও চার্চের ম্যানেজার অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।
পরে ডিবিসি টেলিভশনের সাংবাদিক অপূর্ব অপুকে দেয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি বলেন, লুসির মানব কল্যানে কাজ করা অনন্য নজির স্থাপন করেছে। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। বাংলাদেশকে ভালোবেসে লুসির এদেশেই আজীবন থাকতে চাওয়ার সে প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গওহর রিজভী জানান, দেশের যে কোন প্রান্তেই হোক না কেন, বাংলাদেশের জন্য যারা ত্যাগ স্বীকার করে, এদেশকে ভালোবেসে আজীবন থাকতে চাইলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই সরকার তা গুরুত্ব দিয়েই বিবেচনা করবে। সর্বপরি বাংলাদেশকে যারা ভালোবাসবে, বাংলাদেশও তাদের ভালোবাসবে বলেও জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।