বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

:
: ৬ years ago

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত শুক্রবার নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর এনআরবি নিউজের।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশের প্রশংসা করেন।  গুতেরেস বলেন, ‘উন্নয়নশীল দেশ হওয়ার জন্য বাংলাদেশ শর্তগুলো পূরণ করতে পারায় আমি আনন্দিত। কোটি কোটি মানুষের দারিদ্র্য ও ক্ষুধা দূর করে এই দেশটি যে একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলছে এটি তার সুস্পষ্ট ইঙ্গিত।’ একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।