বাংলাদেশের উন্নয়নের গল্পটি এখনো অনেক বাকি: ড. আতিউর

লেখক:
প্রকাশ: ৬ years ago

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের গল্পটি প্রকৃত অর্থেই চমকপ্রদ।এ গল্পের এখনো অনেকটা বাকি আছে। নব্বই দশকের মধ্যভাগেও যে অর্থনীতির আকার ছিলো ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, তা এখন বেড়ে ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। জনগণের উন্নয়নের প্রবল আকাংখা এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের কারণেই এমন সম্ভব হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) আয়োজিত পঞ্চম বিডিআই কনফারেন্সে ‘আগামী তিন দশকে বাংলাদেশ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিআই এর সভাপতি মুনির কুদ্দুস কনফারেন্সে আগত দেশি বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির পক্ষ থেকে ড. মুস্তাফিজুর রহমান এবং ইউএনডিইএসএ-এর পক্ষ থেকে ড. নজরুল ইসলাম।

ড. আতিউর আরও বলেন, শিল্পায়ন, নগরায়ন, জনমিতিক পরিবর্তন এবং প্রযুক্তির ব্যাপক বিকাশের মতো বেশ কিছু বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য সু-সমন্বিত উদ্যোগ এবং সুশাসন নিশ্চিত করা এখন অত্যন্ত প্রয়োজনীয়। আগামী দিনে ডিজিটাইজেশন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনীমূলক উদ্যোগের মাধ্যমে দেশের বেসরকারি খাতই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে।

অধিবেশনের দুইজন প্যানেল আলোচকই বিকেন্দ্রীকরণ, রপ্তানি বহুমুখীকরণ, প্রাকৃতিক সম্পদের সুচিন্তিত ব্যবস্থাপনাসহ সুশাসনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন। এছাড়াও তারা ক্রমবর্ধমান বৈষম্য এবং শিক্ষার গুণমান নিয়ে ভাবা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অভাব শিক্ষিত তরুণদের বেকারত্বের পেছনে কাজ করছে এবং তাই নীতিনির্ধারকদের এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।

অধিবেশনের সমাপনী বক্তব্যে ড. আতিউর বলেন, সরকারি-বেসরকারি সকল পক্ষকেই গৃহীত প্রকল্পগুলোর দক্ষ ও গুণমান সম্পন্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যাতে করে উন্নয়ন প্রক্রিয়া ব্যয়-সাশ্রয়ী হয়। এছাড়াও সামষ্টিক-অর্থনৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্তি মূলক রাখতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অর্থায়ন ও তাদের বাজারের সঙ্গে সংযুক্ততা বাড়াতে সকলকে ভূমিকা রাখতে হবে।

তিন দিনব্যাপী বিডিআই কনফারেন্স চলবে ২৪ মার্চ ২০১৯ পর্যন্ত এবং এতে ড. আতিউর দুটি মূল নিবন্ধ উপস্থাপন করবেন এবং আরও দুটি অধিবেশনে সভাপতিত্ব করবেন।