প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের বিভিন্ন ব্যাবস্থাপনা থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ন হল আর্থিক ব্যবস্থা। বাংলাদেশের আর্থিক ব্যবস্থা তিনটি সেক্টর নিয়ে গঠিত। সেগুলো হলো: আনুষ্ঠানিক খাত, আধা-আনুষ্ঠানিক খাত, অনানুষ্ঠানিক খাত। ক্ষেত্রগুলিকে তাদের নিয়ন্ত্রনের ধরন অনুসারে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
- আনুষ্ঠানিক খাতঃ আনুষ্ঠানিক খাতে সমস্ত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান যেমন ব্যাংক, নন- ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (FIs), বীমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী যেমন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান (MFIs) ইত্যাদি অন্তর্ভুক্ত। বাংলাদেশের আর্থিক ব্যবস্থার আনুষ্ঠানিক খাত দুটি উপ-খাত নিয়ে গঠিত যা হল,
- আর্থিক বাজারঃ বাংলাদেশে চার ধরনের আর্থিক বাজার রয়েছেঃ
- মানি মার্কেট
- টাকা ট্রেজারি বন্ড মার্কেট
- পুঁজিবাজার
- ফরেন এক্সচেঞ্জ মার্কেট
- নিয়ন্ত্রক এবং প্রতিষ্ঠানঃ বাংলাদেশে চারটি নিয়ন্ত্রক এবং প্রতিষ্ঠান রয়েছেঃ
- বাংলাদেশ ব্যাংক (বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক)
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ
- মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি
অর্থাৎ আর্থিক বাজার চারটি প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- আধা-আনুষ্ঠানিক খাতঃ আধা-আনুষ্ঠানিক খাত এমন প্রতিষ্ঠানগুলিকে অন্তর্ভুক্ত করে যেগুলি অন্যথায় নিয়ন্ত্রিত হয় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, বীমা কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা অন্য কোনো আইনকৃত আর্থিক নিয়ন্ত্রকের এখতিয়ারের অধীনে পড়ে না।
বিশেষ দ্রষ্টব্য: অনানুষ্ঠানিক খাত সম্পূর্ণ অনিয়ন্ত্রিত।
মোঃ সিজান রহমান
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (শিক্ষানবিশ)
মোঃ সিজান রহমান
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (শিক্ষানবিশ)