আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে ঢুকে পড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার দূতাবাসে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।
গেল ২৭ ও ২৮ আগস্ট এবং আজ ১ সেপ্টেম্বর মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমায় ঢুকে পড়ে। আজ সকালে কক্সবাজারের উখিয়ার কাছে মিয়ানমারের হেলিকপ্টার তিনবার ঢোকে বলেও উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমার দূতাবাসকে পাঠানো চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকাশসীমা লঙ্ঘনের মতো এ ধরনের কাজ ভাল প্রতিবেশিসুলভ আচরণ নয় এবং এ থেকে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে।
একইসঙ্গে এর ফলে দু’দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্কও প্রভাবিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ।
ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনারাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে আশু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com